Customer is required to provide information and content with respect to the subject matter belowed and claim for copyright and trademark ownership:
1. No other person's content or information can be provided unless the service is owned by the recipient Desigins.com will not be responsible if any problem arises in this case.
2. If the information or content provided seems to be identical to someone else's, the recipient must provide proof of ownership, or the work will be canceled. In that case the order price will be refunded as per desigins.com return policy.
3. No one can be asked for a job that is exactly the same as someone else's.
4. Desigins.com will not be liable if any other problem or claim arises due to the negligence of the service recipient or any concealment. In which case legal action may be taken.
5. Desigins.com reserves the right to cancel the order if a copyright rule is breached after an order has been placed or in the course of action. In that case the order price will be refunded as per desigins.com return policy.
6. If own innovative work provided by desigins.com seems to be identical or similar to someone else's, you must report it immediately, and in that case desigins.com will be obliged to cancel the work and redo it.
7. All parties will be bound to abide by all copyright rules of the Government of Bangladesh.
8. Recipients outside Bangladesh will be required to abide by the copyright rules of their respective governments and international copyright rules.
9. All parties will be bound by the International Copyright and Trade Marks Rules.
10. Usually after receiving all the information and content from the customer, our team starts working on it Sometimes they invent something new and deliver it to the customer In this whole process, if you accidentally have a claim on a work or a work seems to be identical to another work that violates any copyright rules, a special request is made to let us know as soon as posiable.
Upon filing of any complaint, our copyright team will conduct a proper and thorough investigation and remove all the alleged alleged works and they will be considered void.
You can send your Notice with all necessary documents to our Copyright Claims Team at:
Desigins
Attention: Copyright Claims Team
4/6, Humayun Road, Mohammadpur,
Dhaka-1207, Bangladesh.
গ্রাহকে যেসকল বিষয়ের প্রতি লক্ষ্য রেখে তথ্য ও ফাইল প্রদান করতে হয় এবং কপিরাইট ও ট্রেড মার্ক্স্ মালিকানার জন্য করণীয়:
১. সেবা গৃহীতার নিজস্ব না হলে অন্য কারো ফাইল বা তথ্য প্রদান করা যাবে না। এক্ষেত্রে যেকোনো সমস্যা উদয় হলে desigins.com দায়ী থাকবে না।
২. প্রদত্ত তথ্য বা ফাইল যদি অন্য কারো হুবুহু অনুরূপ বা সাদৃশ্য মনে হয়, তবে সেবা গৃহীতাকে তার মালিকানা প্রমান সমূহ প্রদান করতে হবে, নতুবা কাজটি বাতিল করা হবে। সেক্ষেত্রে অর্ডার মূল্য desigins.com রিটার্ন পলিসি অনুযায়ী ফেরত দেয়া হবে।
৩. অন্য কারো হুবুহু অনুরূপ বা সাদৃশ্য কখনো কাজের জন্য কোনোরূপ অনুরোধ করা যাবে না।
৪. সেবা গৃহীতার গাফলতি বা কোনো লুকুচুরির জন্য যদি অন্য কারো কোনো সমস্যা বা দাবির উদয় হয় তাহলে desigins.com দায়ী থাকবে না। এক্ষেত্রে প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ নেয়া যেতে পারে।
৫. কোনো অর্ডার নেয়ার পর বা কর্ম পক্রিয়ার মাঝে যদি কোনো ক্ষেত্রে কপিরাইট রুল ভঙ্গ হয় এমন কোনো পরিস্থিতির উদয় হয় তাহলে অর্ডার বাতিল করার পূর্ণ অধিকার desigins.com রাখে। সেক্ষেত্রে অর্ডার মূল্য desigins.com রিটার্ন পলিসি অনুযায়ী ফেরত দেয়া হবে।
৬. desigins.com কতৃক সরবরাহ কৃত নিজেস্ব উদ্ভাবনী কাজ যদি অন্য কারো হুবুহু অনুরূপ বা সাদৃশ্য মনে হয় তাহলে তা তৎক্ষণাৎ জানাতে হবে এবং সেক্ষেত্রে desigins.com উক্ত কাজ বাতিল করে নতুন করে কাজটি করে দিতে বাধ্য থাকবে।
৭. বাংলাদেশ গভমেন্টের সকল কপিরাইট রুলস সকল পক্ষ মেনে চলতে বাধ্য থাকবে।
৮. বাংলাদেশের বাহিরের সেবা গৃহীতারা নিজ নিজ দেশের গভমেন্টের কপিরাইট রুলস ও ইন্টারন্যাশনাল কপিরাইট রুলস মানতে বাধ্য থাকবে।
৯. ইন্টারন্যাশনাল কপিরাইট ও ট্রেড মার্ক্স্ রুলস সকল পক্ষ মানতে বাধ্য থাকবে।
১০. সাধারণত গ্রাহকের কাছ থেকে সব তথ্য ও ফাইল পাবার পর আমাদের টীম ওটার উপর কাজ আরম্ভ করে। আবার কখনো কখনো নিজেরাই নতুন কিছু উদ্ভাবন করে গ্রাহকের কাছে প্রদান করে। এই সমগ্র পক্রিয়ায় যদি করো ভুলবশত কোনো কাজের উপর কোনো দাবি থাকে বা কোনো কাজ অন্য কোনো কাজের হুবুহু অনুরূপ বা সাদৃশ্য মনে হয় যা যেকোনো কপিরাইট রুলস ভঙ্গ করে, তাহলে যথাসম্ভব দ্রুত আমাদের জানানোর জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।
যেকোনো অভিযোগ দাখিলের পর আমাদের কপিরাইট টিম তা যথাযথ অনানুগ অনুসন্ধান করে প্রমাণিত অভিযোগকৃত সকল কাজ সরিয়ে ফেলবে ও সেগুলি বাতিল বলে বিবেচিত হবে।
আপনি যাবতীয় সকল প্রমাণাদি সহ নিম্নে উল্লেখিত ঠিকানায় যেকোনো সময় আপনার অভিযোগ পাঠাতে পারেন
ডিজাইনস
অনুগ্রহে: ডিজাইনস কপিরাইট টীম
৪/৬, হুমায়ুন রোড, মোহাম্মদপুর,
ঢাকা-১২০৭, বাংলাদেশ।